12868

04/21/2025 পুঠিয়াতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

পুঠিয়াতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

রাজ টাইমস

৭ জানুয়ারী ২০২৩ ০৫:২৪

রাজশাহীতে হাইস মাইক্রো ও মোটরবাইকের সংঘর্ষে এক বাইক আরোহী তরুণ নিহত হয়েছেন। নিহত বাচ্চু মিয়া (১৬) পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকার বাসিন্দা।
গতকাল শুক্রবার দুপুরে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সেখানে ক্ষিপ্ত জনতা সেই মাইক্রোটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। স্থানীয়রা জানায়, দুপুর একটার দিকে পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি হাইস মাইক্রো এবং উল্টো পথে যাওয়া আরেকটি মোটরবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে মাইক্রোতে থাকা সাত থেকে আট জন যাত্রী ঘটনার পরে মাইক্রো থেকে নেমে যায়। এসময় ক্ষিপ্ত জনতা আগুন দিয়ে মাইক্রোটি পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে জলন্ত মাইক্রোটির আগুন নেভায়। ঘটনার পরে থেকে প্রায় আধা ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ রাস্তায় থাকা, মোটরসাইকেল ও মাইক্রোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]