1290

03/15/2025 পদত্যাগ করলেন দুই অতি: অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করলেন দুই অতি: অ্যাটর্নি জেনারেল

রাজটাইমস ডেস্ক

১১ অক্টোবর ২০২০ ১৭:২৪

দেশে নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের কয়েকদিনের মাথায় পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।

রোববার (১১ অক্টোবর) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মোমতাজ উদ্দিন ফকির।

পদত্যাগকৃত দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন।

মোমতাজ উদ্দিন ফকির জানান ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এটি অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।

অন্যদিকে, আরেক পদত্যাগকৃত এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর গত ৮ অক্টোবর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।

নতুন অ্যাটর্নি জেনারেল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পর পর দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। খবর-যুগান্তর

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]