12900

05/04/2024 রিজার্ভ নামল ৩২ বিলিয়ন ডলারে

রিজার্ভ নামল ৩২ বিলিয়ন ডলারে

রাজ টাইমস ডেস্ক :

৯ জানুয়ারী ২০২৩ ২১:২৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছে ৩ হাজার ২০০ কোটি বা ৩২ বিলিয়ন ডলারের ঘরে। খবর বণিক বার্তার। 

রোববার (৮ ডিসেম্বর) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, গত বুধবার দিন শেষে দেশের রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি ডলার পরিশোধ করা হয়। রোববার এটি সমন্বয়ের পর রিজার্ভ ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর আগে ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। এ হিসাবে রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন ডলার কমে গিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]