03/15/2025 বিশ্ব আরবী ভাষা দিবসে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২৩ ০৫:২৯
বিশ্ব আরবী ভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের আরবী বিভাগের উদ্যোগে সোমবার সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় মহিলা কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান লাভলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর এবং আরবী একাডেমির নির্বাহী পরিচালক ড. ইফতিখারুল আলম মাসউদ।
কলেজের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: কুমিরা মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ঘোষ স্মরজিৎ কুমার, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আছাদুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক সুহৃদ সরকার, কাজীরহাট কলেজের আরবী বিভাগের প্রভাষক মুহাম্মদ মহসিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন: আরবি পৃথিবীর প্রাচীনতম ভাষা। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য হিসেবেও এটি পরিগণিত। এভাষার দীর্ঘ সম্মৃদ্ধ ঐতিহ্য রয়েছে। আমাদের দেশে আরবী কে নিছক একটি ধর্মীয় ভাষা হিসেবেই মূল্যায়ন করা হয়। অথচ বর্তমান বিশ্বের প্রধান প্রভাবশালী ভাষাগুলোর অন্যতম আরবী ভাষা। জাতিসংঘের অন্যতম প্রধান দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত এ ভাষা পৃথিবীর ২২টি রাষ্ট্রের রাষ্ট্রভাষা। সঠিক পরিকল্পনা ও বাস্তব কিছু উদ্যোগের মধ্য দিয়ে আরববিশ্বের সাথে সম্পর্কন্নোয়নের মাধ্যমে আরবী শিক্ষিতদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি তারা জোর দাবী জানান।
উল্লেখ্য যে, ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আরবীকে স্বীকৃতি দেয়া হয়। একারণে দিনটি প্রতিবছর বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরবী ভাষা দিবস পালিত হলেও এই প্রথমবারের মতো কলেজ পর্যায়ে এ দিবস পালিত হলো।