04/21/2025 রংপুরে দুই বাসের সংঘর্ষে ৩ যাত্রী নিহত আহত ২০
রাজটাইমস ডেস্ক
১২ জানুয়ারী ২০২৩ ০০:৪৭
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন আরো ২০ জন। আলমপুর দোয়ানীপাড়া মৌজার সরকার এলপিজি পাম্পের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০) ও পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া (৩৮)।
এদিকে মৃতদের পরিবারকে তাত্ক্ষণিক ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা এসেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানিয়েছেন, দাফন-কাপনের জন্য এ অর্থ দেয়া হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের বাসের সঙ্গে সাইমন পরিবহনের অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
আহত কয়েকজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।