03/15/2025 শহীদ শামসুজ্জোহার সমাধিতে ডেপুটি স্পিকারের পুষ্পস্তবক অর্পণ
রাবি প্রতিনিধি
১৪ জানুয়ারী ২০২৩ ০৫:২৩
দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, এমপি।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সম্মুখের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল ইসলাম ঠান্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।