12950

04/27/2024 ডোনাল্ড লু ঢাকায়, দিনব্যাপী বৈঠক-আলোচনা আজ

ডোনাল্ড লু ঢাকায়, দিনব্যাপী বৈঠক-আলোচনা আজ

রাজ টাইমস ডেস্ক :

১৫ জানুয়ারী ২০২৩ ২১:১৭

দুদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এলেন তিনি।

ভারতের দিল্লি থেকে রওনা হয়ে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন এ কূটনীতিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাইম উদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকার মার্কিন দূতাবাসের টুইটে ডোনাল্ড লুকে স্বাগত জানিয়ে বলা হয়, ঢাকা সফরে তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, আজ সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ডোনাল্ড লুর। পররাষ্ট্র সচিব (সিনিয়র) মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও তার আলোচনা হতে পারে। সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে লুর।

গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘জাপানোলজি ইন নিউ এরা’ শীর্ষক দুদিনের আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা মন্ত্রীর কাছে লুর সফরে আলোচনা ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হবে কিনা এমন প্রশ্ন করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের একটা অনুরোধ থাকবে। দে শুড রিকনসিডার দ্য ডিসিশন।’

নতুন কোনো নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না না আমরা জানি না। আমরা জানব কোত্থেকে। আমাদের বলেনি।’ এর আগে ড. মোমেন বলেন, ‘র্যাব যখন তৈরি হয়, তখন আমেরিকা ও যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র্যাবের কনসেপ্টটা দেয়। তারাই তৎকালীন সরকারকে এজন্য ইকুইপমেন্ট দেয়।

তাদের কারণেই প্রাথমিকভাবে র্যাব চালু হয়। সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। দেশের জনগণ তাদের পারফরম্যান্সের জন্য তাদের চায়। আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে।’

১০ জানুয়ারি এক মিডিয়া নোটের মাধ্যমে ডোনাল্ড লুর বাংলাদেশসহ ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মিডিয়া নোটের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। এ সময় জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম, মানবাধিকারসহ বিভিন্ন অগ্রাধিকারের বিষয়ে বৈঠকে অংশ নেবেন তিনি।

দিল্লিতে সফর প্রসঙ্গে মিডিয়া নোটে বলা হয়েছিল, ডোনাল্ড লু ভারত-ইউএস ফোরামে অংশ নেবেন। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। সেখানে জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার সহযোগিতা আরো সম্প্রসারণ করার বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশ সফর প্রসঙ্গে বলা হয়, ডোনাল্ড লু ঢাকা সফরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের বিষয়টি উল্লেখের পাশাপাশি শ্রম ও মানবাধিকারের প্রেক্ষাপটে ভাবনা শুনবেন বলে জানানো হয় মিডিয়া নোটে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]