1296

09/19/2024 চট্টগ্রামে অর্থ-আত্মসাতের মামলায় চারদিনের রিমান্ডে প্রতারক শাহেদ

চট্টগ্রামে অর্থ-আত্মসাতের মামলায় চারদিনের রিমান্ডে প্রতারক শাহেদ

রাজটাইমস ডেস্ক

১১ অক্টোবর ২০২০ ২১:৩৭

চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে মেগা মোটরসের অর্থ আত্মসাতের মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক সারওয়ার জাহান এই আদেশ দেন।

এর আগে আদালতের আদেশে তাকে গ্রেফতার করা হয়।

বাদী পক্ষ মেগা মোটরসের আইনজীবী ধৃতিমান আইচ বলেন, অর্থ আত্মসাতের মামলায় সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছেন।

প্রতারক শাহেদের বিরুদ্ধে চট্টগ্রামের গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মোটরস গত ১৩ জুলাই ঢাকায় রুট পারমিট পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা করে। ওই মামলায় রবিবার আদালতে হাজিরার জন্য সাহেদ করিমকে চট্টগ্রামে আনা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, মেসার্স মেগা মোটরসের আমদানি করা থ্রি-হুইলার ঢাকা সিটিতে চলাচলের রুট পারমিটসহ চলাচলের আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনার অনুমতি নিয়ে দেয়ার বিষয়ে আশ্বস্ত করে মো. সাহেদ ওরফে সাহেদ করিম এ টাকা আত্মসাত করেন। খবর-বাংলাদেশ প্রতিদিন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]