03/17/2025 ২৪ ঘন্টায় করোনায় প্রাণহানি ২৪
রাজটাইমস ডেস্ক
১১ অক্টোবর ২০২০ ২১:৫৫
বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ২৪ জনের। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৫২৪ জন কোভিড রোগী মারা গেলেন।
নতুন করে রোগটি সংক্রমণ ছড়িয়েছে ১ হাজার ১৯৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।
রোগটি থেকে গত ২৪ ঘণ্টায় আরোগ্য হয়েছেন ১ হাজার ৪৯৫ জন রোগী এবং মোট সুস্থ ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, চীনের উহান থেকে জন্ম নেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।