03/15/2025 সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ রংপুর ছাত্রকল্যাণ সমিতির
রাজটাইমস ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৩ ১০:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে তারা ৫০ টি কম্বল বিতরণ করে।
এসময় সমিতির সভাপতি সোহাগ আহমেদ বলেন, রংপুর জেলা প্রশাসক এর পক্ষ থেকে ক্যাম্পাসে প্রায় ৫০ টি কম্বল বিতরন করেছি আমরা। এর আগে আমরা রংপুর শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫০ টি কম্বল বিতরন করে বলেও জানা তিনি।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টামন্ডলি মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহবুবার রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন, ভ্যাটেনারি এন্ড এনিমেল সাইন্স বিভাগের অধ্যাপক মোঃ হাকিমুল হক।
প্রসঙ্গত, সমিতিটি প্রতিবছর ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের আবাসন সুবিধা ও নানারকম সাহায্য,নবীন শিক্ষার্থীদের নবীন বরন করে থাকে৷