12998

04/25/2024 নিপা ভাইরাসে প্রাণ গেল শিশুর

নিপা ভাইরাসে প্রাণ গেল শিশুর

ডেস্ক নিউজ

২৫ জানুয়ারী ২০২৩ ০৩:১৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন নিপা ভাইরাসে আক্রান্ত সোয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় তার নিপাহ ভাইরাস শনাক্ত হয়।

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সানোয়ারের ছেলে সোয়াদ। এ নিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে দুইজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে খেজুরের কাঁচা রস খেয়েছিল সোয়াদ। এরপর জ্বর, খিঁচুনি ও অচেতন হয়ে যায়। শুক্রবার বিকালে রামেকের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকালেই শিশুটিকে আইসিইউতে রেফার্ড করা হয়। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় নিপা ভাইরাসের পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার ফলাফল পেলে নিপা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হই। এ সংক্রমণের কারণেই ওই ছোট্ট বাচ্চাটি মরণাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিল। সোমবার সকালে সোয়াব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে চলতি বছরের শুরুতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর নিপা ভাইরাসে মৃত্যু হয়। মৃত ওই নারী গোদাগাড়ী উপজেলার মাটিকাটার বাসিন্দা।

সূত্র: যুগান্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]