13035

04/20/2024 কাতারে স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

কাতারে স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

রাজটাইমস ডেস্ক

৩১ জানুয়ারী ২০২৩ ০৯:৫১

কাতারে অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণকাজে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা প্রস্তুত করে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে এ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

একইসঙ্গে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানবেতর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে যদি বাংলাদেশের সাড়ে ৪০০ শ্রমিকের মৃত্যু হয়ে থাকে, তাহলে তাদের পরিবারকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জনস্বার্থে এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়।

এর আগে ১৩ ডিসেম্বর জনস্বার্থে ব্যারিস্টার মাসুদ আর সোবহান মৃত বাংলাদেশীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]