13042

04/30/2024 এক মাসে মেট্রোরেলে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

এক মাসে মেট্রোরেলে আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

রাজ টাইমস ডেস্ক :

১ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪৮

বাণিজ্যিক চলাচল শুরুর পর থেকে গত ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকার প্রথম মেট্রোরেলে ৩ লাখ ৩৫ হাজার যাত্রী ভ্রমণ করেছেন। যাত্রী পরিবহন বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয় হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার ঢাকার প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

গত বছরের ২৮ ডিসেম্বরের উত্তরা-মতিঝিল মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পরদিন থেকে শুরু হয় যাত্রী পরিবহন। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করেন। তারপর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এর মধ্যে চারদিন সাপ্তাহিক বন্ধ ছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]