04/20/2025 রাজশাহীতে বরই গাছের মালিককে হত্যা
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৩৪
রাজশাহীর নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় বরইপাড়াকে কেন্দ্র করে তাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের একজনকে ছুরিকাঘাত করেছেন অজ্ঞাতনামা কয়েক যুবক।
বৃহস্পতিবার দেড়টার দিকে এ ঘটনা। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তাজেম আলী বিদ্যুৎ ছোটবন স্কুলপাড়ার (৪০) মৃত শমসের আলীর ছেলে।
জানা গেছে, তাজেম আলীর গাছ থেকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক বরই পারছিলো। এসময় তিনি তাদের নিষেধ বরই পাড়তে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাজেম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।