13062

05/06/2024 রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে: মির্জা ফখরুল

রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে: মির্জা ফখরুল

রাজ টাইমস ডেস্ক :

৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪২

শিক্ষা কারিকুলামে পরিবর্তনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যা খুশি তাই করছে। রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে। আমরা কেমন জানি অবাক বিস্ময়ে তাকিয়ে রই। মরেই গেছি মনে হয়। মনে হয় বেঁচে নেই।

বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক, দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা শীর্ষক’ এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, সবাইকে জেগে উঠতে হবে। আপনারা শিক্ষকরা যারা জাতির বিবেক তাদের জেগে উঠতে হবে।

তিনি বলেন, আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। পুরোটা বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসবে যে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আমরা দাবি করি— আমরা পৃথিবীর উৎকৃষ্ট জাতি। কিন্তু আমার ইতিহাস মুছে দেওয়া হচ্ছে, আমার সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]