13102

04/20/2025 আ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পবা

আ্যাথলেটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পবা

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫০

অনাড়াম্বর আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রার্সা অ্যাথলেটিকস প্রতিযোগিতা রোববার (৫ ফ্রেরুয়ারী) শেষ হয়েছে।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪৩ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন হয়েছে পবা উপজেলা আর ৩৯ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে চারঘাট উপজেলা ও ৩৩ পয়েন্ট পেয়ে ৩য় স্থান অধিকার করেছে বাঘা উপজেলা। ব্যাক্তিগত ইভেন্টে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে ছাত্রী বিভাগের ক গ্রুপে সাবরিনা, ছাত্র বিভাগের ক গ্রুপে ৯ পেয়েন্ট পেয়ে সাজু ও ছাত্রীদের খ’ গ্রুপে স্ববনিল সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলে শেষে জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক(সাবির্ক) ও সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি মোঃ রমজান আলী, অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ লুৎফর রহমান বাবু, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শাসুজ্জামান রতন ও সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, নির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান, আলী আফতাব তপনসহ চারঘাট উপজেলার মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একরামুল হক, গোদাগাড়ীর সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, পুঠিয়ার সাধারন সম্পাদক মফিজুল ইসলাম টুলু, মোহনপুরের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দুর্গাপুরের সাধারন সম্পাদক মোঃ আরিফ রুবেল ও ইউএনও গন উপস্থিত ছিলেন। 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]