13105

04/23/2025 নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

ডেস্ক নিউজ

৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৬

নাটোরের সিংড়ায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের (অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন মারা গেলেও দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করার পর আরো দ্ইুজন মারা যান।

হতরা হলেন- সিংড়া উপজেলার কলম পুন্ডুরীর নজরপুর গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) ও কাঁচু আলী (৫০)।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আজ সকালে সিংড়ার পুন্ডুরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। ভ্যানটি নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

এ সময় চারজনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দুইজনের অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০) নামে দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]