05/14/2025 ‘দেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জন’
রাজ টাইমস ডেস্ক :
৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১২
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জানিয়েছে, বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক প্রতিবেদন যাচাই-বাছাই শেষে বিআইডিএস চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।
গত বছরের ২৭ জুলাই বিবিএসের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। কিন্তু চূড়ান্ত ফলাফলে তা ৪৫ লাখ ৪১ হাজার ৮৬১ জন বেড়েছে। অর্থাৎ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ হয়েছে।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশে জনশুমারির তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর ৫ শতাংশ পর্যন্ত আন্ডার কাউন্ট গ্রহণযোগ্য। তাই বিবিএসের জনশুমারি সঠিক বলে ধরা যায়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। এতে অংশগ্রহণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।