04/20/2025 রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:০৩
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে পাসের হার কমেছে ১৫ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ কম পেয়েছেন ১০ হাজার ৯৪৫ জন শির্ক্ষাথী।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ২০২২ সালে এইচএসসিতে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। ২০২১ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৭ শতাংশ। একই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী।