13177

03/15/2025 রাবিতে এক গোলাপের দাম ৮০ টাকা, ফ্লাওয়ার ক্রাউন ১৫০!

রাবিতে এক গোলাপের দাম ৮০ টাকা, ফ্লাওয়ার ক্রাউন ১৫০!

রাবি প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৪

আজ ১৪ ফেব্রুয়ারি বছর ঘুরে এলো বসন্ত। একই সাথে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ ও ‘পহেলা বসন্ত’। এই দিনের উদযাপনের প্রধান অনুসঙ্গ ফুল।

ফুলের চাহিদার সাথে বেড়েছে ফুলের দামও। ক্রেতাদের চাহিদার তুঙ্গে এখন টুকটুকে লাল গোলাপ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক-একটি গোলাপ আকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান। সেখানে দেখা যায়, ক্রেতাদের আনাগোনা।

বিক্রেতারা এক-একটি গোলাপ বিক্রি করছেন ৬০ টাকায়। যেগুলো সাধারণ সময়ে বিক্রি হয় ২০ টাকায়। বড় আকারের ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। জার্বেরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে প্রতি পিচ ফ্লাওয়ার ক্রাউন বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। যা সাধারণ সময়ে বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকায়। এছাড়া গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ৫০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফুল বিক্রি করছেন রমজান হাসান ও তার বন্ধুরা। তিনি বলেন, আজ ভালোবাসা দিবস ও একই সাথে বসন্তবরণ উৎসব। তাই ফুলের দাম সাধারণ দিনের থেকে বেশি। আমাদেরও চড়া দামে ফুল কিনতে হয়েছে। এক একটি গোলাপ কিনতে দাম নিয়েছে ২৫ থেকে ৩০ টাকা। যেটা অন্যদিন ২ থেকে ৩ টাকায় পাওয়া যেত।

সাবিহা নামে এক ক্রেতা শিক্ষার্থী বলেন, একটি গোলাপ ফুল কিনেছি ৫০ টাকা দিয়ে। একই গোলাপ সাধারণ দিনে কিনলে দাম পড়তো ১০ টাকা। তবে এতে আমার আক্ষেপ নেই। একটি গোলাপ বিশেষ দিনে একটু বেশি দাম দিয়ে কিনতেই পারি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]