13179

03/15/2025 ভালবাসা দিবসে ফুল বিক্রির টাকায় হবে রাবি শিক্ষার্থী প্রীতির চিকিৎসা

ভালবাসা দিবসে ফুল বিক্রির টাকায় হবে রাবি শিক্ষার্থী প্রীতির চিকিৎসা

রাজটাইমস ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৬

আজ ১৪ ফেব্রুয়ারি। ভালবাসা দিবস ও বসন্তবরণ উৎসব। লিভারের জটিল রোগে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ‘খাদিজা জাকির প্রীতি’। তার চিকিৎসায় অর্থ সহায়তার জন্য এদিন ফুল বিক্রির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে ফুল বিক্রি করতে দেখা যায় বিভাগটির শিক্ষার্থীদের।

অসুস্থ প্রীতির বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। সে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মো. জাকির হোসেন এবং মা ফরিদা আক্তার। প্রীতিরা দুই বোন। তার মধ্যে প্রীতিই বড়।

কয়েকমাস আগে জানা যায় প্রীতি লিভার সিরোসিস নামক একধরনের জটিল রোগে আক্রান্ত। তার সুস্থতার জন্য প্রয়োজন লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। এই পরিমাণ টাকা প্রীতির পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থসংগ্রহের জন্য এই অভিনব কৌশল হাতে নিয়েছেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব জানান, প্রীতির সুস্থতার জন্য অনেক অর্থের প্রয়োজন। আমরা তার চিকিৎসা সহায়তার জন্য আগেও অর্থসংগ্রহ করেছি। এখন তার ভারতে চিকিৎসা চলছে। আজকে বিভাগের সকল শিক্ষার্থী মিলে এই বসন্ত উৎসবে আমরা ফুলের স্টল দিয়েছি। আমাদের কাছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, গাঁদা, জিপসি ফুল আছে। ফুল বিক্রি করে যে টাকা আসবে, সবটাই প্রীতির চিকিৎসা বাবদ ব্যয় করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]