13183

03/15/2025 দিল্লি-মুম্বাই বিবিসি কার্যালয়ে অভিযান

দিল্লি-মুম্বাই বিবিসি কার্যালয়ে অভিযান

রাজ টাইমস ডেস্ক :

১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পর দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির কর কর্মকর্তারা। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ দিল্লির বিবিসি ভবন ঘেরাও করে রেখেছে এবং ওই ভবনে কেউ যাতে প্রবেশ করতে বা সেখান থেকে কেউ যাতে বের হতে না পারেন, সেজন্য বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক কর কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা জানান, কর কর্মকর্তারা বিবিসির ব্যবসায়িক কার্যক্রমের কাগজপত্র খুঁজেছেন।

ওই কর কর্মকর্তা জানান, করফাঁকির অভিযোগে বিবিসি কার্যালয়ে এই অভিযান চালানো হয়। বিবিসির এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, কর কর্মকর্তারা তাদের সব ফোন বাজেয়াপ্ত করেছেন।

কেন লন্ডন ভিত্তিক কোম্পানির অফিসে অভিযান চালানো হয়েছে তা স্পষ্ট নয়। জি নিউজের খবরে বলা হয়েছে, অফিসটি সিলও করা হতে পারে। যদিও আয়কর সূত্র জানিয়েছে, এটি শুধু একটি সার্ভে।

খবরে বলা হয়েছে, বিবিসির দিল্লি অফিসে ৬০-৭০ জনের একটি দল 'সার্ভে' চালাচ্ছে। বিবিসি কর্মীদের ফোন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। আইটি বিভাগ দেখেছে যে বিবিসি ধারাবাহিকভাবে কর ফাঁকি দিচ্ছে।

প্রধানমন্ত্রী মোদি এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গার উপর যুক্তরাজ্যের জাতীয় সম্প্রচারকারী ডকুমেন্টারি নিয়ে বিতর্কের মধ্যেই বিবিসির অফিসে অভিযান চালাচ্ছে।

গত মাসে ভারত সরকার বিতর্কিত ডকুমেন্টারির লিঙ্ক শেয়ার করেছে এমন একাধিক ইউটিউব ভিডিও এবং ট্যুইটার পোস্ট ব্লক করার জন্য নির্দেশ জারি করেছিল। পরবর্তীকালে, ডকুমেন্টারি ব্লক করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথক পিটিশনে তিন ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং অন্যদের কাছে প্রতিক্রিয়া চেয়েছিল।

শীর্ষ আদালত ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল যে বিবিসি ডকুমেন্টারিটি ব্লক করার সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত মূল রেকর্ডগুলো উপস্থাপন করতে।

বিবিসির তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা তুলে ধরা হয়, যা দেশটিতে 'বিতর্ক' সৃষ্টি করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]