1322

05/02/2024 বাগমারায় মাদক, চুরি ও নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালী

বাগমারায় মাদক, চুরি ও নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা

১৩ অক্টোবর ২০২০ ২৩:২৭

 

‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ও বাগমারা পিস ফ্যাসিলেটেটর গ্রুপ(পিএফজি)’র উদ্যোগে মাদক, চুরি ও নারী নির্যাতন প্রতিরোধে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) র‌্যালিটি ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন মোড় প্রদক্ষিন শেষে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি কমিশনায় ভুমি মাহমুদুল হাসান।

বাগমারা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি)’র কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল ও ভবানীগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন, পিস এ্যামবাসেডর অধ্যপক মেজবাহুল হক দুলু।

এ সময় অন্যান্যের মধ্যে উপসিস্থত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সদস্য নুর কুতুবুল আলম, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য শামীম রেজা, উপদেষ্টা মামুনুর রশিদ, আবু বাক্কার সুজন, রতন কুমার, আলমগীর হোসেন, সাজু মাহমুদ, ব্যবসায়ী মাজেদুর রহমান, এরশাদ আলী, হাফিজুর রহমান, পিএফজি সদস্য হাসিনা বেগম, সোমা খাতুন, মহিলা আওয়ামীলীগের নেত্রী হীরা খাতুন, আব্দুস সামাদ, খলিলুর রহমান প্রমূখ।

কাফি/০২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]