13222

03/15/2025 রাবিতে নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে বিজন ও রেজাউল

রাবিতে নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে বিজন ও রেজাউল

রাবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২

রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ (রুসান)-এর ২০২৩-২৪ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন হাওলাদারকে সভাপতি ও ফাইনান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৪ঠা ফেব্রুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত বলবৎ থাকবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল মান্নান ও মো. অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মণিশংকর সূত্রধর পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, কোষাধক্ষ্য মো. ফাইম, প্রচার সম্পাদক মো: বাহাউদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাহিম শাহরিয়ার, নারী বিষয়ক সম্পাদক জেবা আনিকা এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকুর হোসেন ইমরান।

কমিটি ঘোষণার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুসানের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোহাম্মদ সুজন, সাবেক সভাপতি পিনাক রায় ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, প্রতি বছর সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন প্রক্রিয়াকে সহজতর করতে এবং চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের যাবতীয় সহযোগীতার হাত বাড়িয়ে দিতে ২০১৯ সালে রুসানের পথচলা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]