04/23/2025 পুত্রবধূর ঝাড়ুর আঘাতে শাশুড়ির মৃত্যু
ডেস্ক নিউজ
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১২
পাবনার আটঘরিয়ায় পুত্রবধূর ঝাড়ুর আঘাতে শাশুড়ি মর্জিনা খাতুনের (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকালে পাবনা জেনারেল হাসপাতাল থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মর্জিনা খাতুন উপজেলার চাঁদভা ইউনিয়নের দক্ষিণ হাড়লপাড়া গ্রামে গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও নিহতের স্বামী হাসিবুর রহমান জানান, বৃহস্পতিবার মাঠে ছাগল চড়াতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুত্রবধূ খুশি খাতুনের (৩০) সঙ্গে মর্জিনার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে একপর্যায়ে পুত্রবধূ খুশি খাতুন তার শাশুড়ি মর্জিনা খাতুনের মাথায় ঝাড় দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে শাশুড়ি মর্জিনা গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার সকালে মর্জিনাকে সকালে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়; কিন্তু ওই হাসপাতালে নেওয়ার পথে রোববার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত জানা গেছে- পারিবারিক কলহের কারণেই এ ঘটনাটি ঘটেছে। রোববার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: যুগান্তর।