13247

07/12/2025 নিজ গ্রামেই শায়িত হবেন নাজমুল হুদা

নিজ গ্রামেই শায়িত হবেন নাজমুল হুদা

রাজ টাইমস ডেস্ক :

২০ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৫

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে তার নিজ গ্রামে দাফন করা হবে।

নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২০ ফেব্রুয়ারি) ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে নাজমুল হুদার জানাজা হবে। সেখান থেকে তাকে নিজ গ্রাম রাজধানীর দোহার উপজেলার শাইনপুকুরে নেওয়া হবে। পরে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হুদার মৃত্যু হয়।

তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিন দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]