13263

03/15/2025 রাবিতে গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

রাবিতে গভীর শ্রদ্ধায় ভাষা শহিদদের স্মরণ

রাবি প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮

ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে সেই বাঙালি অকুতোভয় সৈনিকদের স্মরণ করে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম. তারেক নুর প্রমুখ।

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন, সাংবাদিক সংগঠন, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন হল এবং বিভাগের শিক্ষার্থীরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]