13267

03/15/2025 রাবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা

রাবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি:

২২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহদী হাসান নুরকে সভাপতি এবং গণিত বিভাগের একই শিক্ষার্থী রাসেল ইসলামকে সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের ক্লাব রুমে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করেন রাবি রোটার‍্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার রাশেদুল ইসলাম রাজু।

এসময় পিএসসিসি রোটা. ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার ও ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক দাতব্য সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল-এর সহযোগী সংগঠন হিসেবে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটি ১৯৯০ সালে চাটার্ড প্রাপ্ত হয়। তারপর থেকে অদ্যাবধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন অঞ্চলে মানবতার সেবায় বিভিন্ন অলাভজনক, কল্যাণমূখী ও স্বেচ্ছাসেবামূলক কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে।

বিভিন্ন সময় টিকাদান কর্মসূচি, ব্লাড গ্রুপিং ও রক্তদান, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, শিক্ষামূলক সেমিনার ও কর্মশালা, ছিন্নমূল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]