1328

04/07/2025 নারীকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

রাজটাইমস ডেস্ক

১৪ অক্টোবর ২০২০ ০১:০৮

দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকায় নারী নির্যাতনের ঘটনায় গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির তদন্তে ওসি হারুনুর রশিদ চৌধুরীর অবহেলার বিষয়টি উঠে আসে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

বিস্তারিত পরে জানানো হবে জানিয়ে জেলা পুলিশ সুপার জানান, ওসি হারুনকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন করা হয়। এবং ঘটনার ৩২ পর বিবস্ত্র করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com