13289

03/15/2025 দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

রাজটাইমস ডেস্ক :

২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫০

প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন। দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের বরাতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে তারা এই দুর্ঘটনায় পড়েছেন বলে আমরা শুনেছি। লরির সঙ্গে তাদের বহনকারী কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।”

রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বিউফোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

ফেইসবুকে প্রবাসীদের বিভিন্ন ফোরামে বলা হচ্ছে, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায় এবং একজনের বাড়ি নোয়াখালী জেলায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]