03/15/2025 রাশিয়াকে টুকরো টুকরো করাই পশ্চিমাদের লক্ষ্য: পুতিন
রাজ টাইমস ডেস্ক :
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১২
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একমাত্র লক্ষ্য এখন রাশিয়ান ফেডারেশনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের।
রোববার রুশ গণমাধ্যমরোশিয়া-১ এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে হারাতে স্পষ্ট ঘোষণা দিয়েছে ন্যাটোর প্রায় সব দেশ।
এ সময় ন্যাটোর পারমাণবিক সক্ষমতা যাচাইয়ের ইচ্ছাপোষণ করে পুতিন বলেন, যেহেতু ন্যাটোর প্রায় সব দেশ সরাসরি রাশিয়াকে ভেঙে চুরমার করতে উঠেপড়ে লেগেছে, তাই তাদের পারমাণবিক শক্তি যাচাই করা জরুরি হয়ে পড়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,সম্প্রতি রাশিয়াকে পারমাণবিকভাবে আরও শক্তিশালী করার প্রতি গুরুত্ব দিচ্ছেন পুতিন।
এদিকেইউক্রেনে জো বাইডেনের সাম্প্রতিক সফরের পরদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুগ আগে করা ‘নিউ স্টার্ট’অস্ত্রচুক্তি স্থগিত করেছেন ভ্লাদিমির পুতিন। তবে তার এই সিদ্ধান্তকে ‘মস্তবড় ভুল’ আখ্যা দিয়েছেন জো বাইডেন।