13319

07/08/2025 বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই দেখা যাবে ২’শ টাকায়

বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই দেখা যাবে ২’শ টাকায়

রাজটাইমস ডেস্ক :

২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৪

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। আর সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এক বিবৃতি দিয়ে ঢাকায় অনুষ্ঠেয় দুই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একদিন বাদেই ৩ মার্চ হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০, সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা।

ম্যাচের একদিন আগে তথা ২৮ ফেব্রুয়ারি থেকে টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে এই টিকিট পাওয়া যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]