13333

03/15/2025 ছাত্রী নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন প্রক্টর ও প্রভোস্ট

ছাত্রী নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলা করেছেন প্রক্টর ও প্রভোস্ট

রাজ টাইমস ডেস্ক :

১ মার্চ ২০২৩ ০৩:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তদন্ত রিপোর্ট দেখে আগামীকাল বুধবার আদেশ দেবেন আদালত।

দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর তার ওপর অর্পিত দায়িত্ব পালনে চরম উদাসীনতার পরিচয় দিয়েছেন। এছাড়া হলের প্রভোস্ট ও হাউজ টিউটরও দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

ওই শিক্ষার্থীর ওপর পাশবিক ও অমানবিক নির্যাতন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলের একটি রুমে ডেকে নিয়ে ওই ছাত্রীকে নির্যাতন করেন ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ সময় তার সহযোগী ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তাবাসসুম।

এ বিষয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শেখ হাসিনা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার ছাত্রী। পরে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]