13337

03/15/2025 পরিবর্তন হবে প্রাথমিকের বৃত্তির ফল, তদন্ত কমিটি গঠন

পরিবর্তন হবে প্রাথমিকের বৃত্তির ফল, তদন্ত কমিটি গঠন

রাজটাইমস ডেস্ক

১ মার্চ ২০২৩ ১৯:৩৭

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফলে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফলে আসবে পরিবর্তন। এছাড়া ফলাফলের ত্রুটি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল পুনঃযাচাই করে বুধবার (১ মার্চ) পুনরায় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, কারিগরি ত্রুটির জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করায় প্রকাশিত ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]