04/21/2025 ২৬৬ টাকা বাড়ার পর এলপিজির দাম কমলো ৭৬ টাকা
রাজ টাইমস ডেস্ক :
৩ মার্চ ২০২৩ ০৭:৪৯
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা।
বৃহস্পতিবার এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। আর ২ জানুয়ারি একই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৬৫ টাকা। ডিসেম্বরে এই গ্যাসের দাম ৪৬ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ২৯৭ টাকা।
রেমিট্যান্স প্রবাহ নড়বড়ে হলেও ‘ইতিবাচক’রেমিট্যান্স প্রবাহ নড়বড়ে হলেও ‘ইতিবাচক’ এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এর দাম নির্ধারণ করে। একে ভিত্তি করে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
বিইআরসি জানায়, গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ২২ পয়সা, যা এত দিন ৭০ টাকা ছিল।