13363

04/21/2025 বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

৪ মার্চ ২০২৩ ০৪:০২

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে তিন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তারা মারা যান তারা।

মৃতরা হলেন, কালীগঞ্জ শহরের নদীপাড়ার হারুন অর রশিদ খানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজির হাসান (২৫)।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, তারা শহরের সুইপার পট্টি থেকে স্পিরিট কিনে পান করে। তিনি আরও জানান, জাহাঙ্গীর বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে ও রাজিব হোসেন যশোর ২৫০ বেড হাসপাতালে মারা যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাহাঙ্গীর হোসেন ও বিপুল কুমারের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। রাজিবের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পোস্টমর্টেম করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত জাহাঙ্গীরের চাচা মিরু খান জানান, তার ভাইপো রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তার গা ঘাম ছিল। কিছুক্ষণ পরে মারা যান।

মৃত বিপুল কুমারের বড় ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার রাতে তার ভাই বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। ব্লাড পেশার কমে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যেতে বলে। ঝিনাইদহে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর মৃত রাজিবকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষক্রিয়ায় আক্রান্ত হিসাবে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর ২৫০ বেড হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. আশরাফুল আলম বলেন, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে স্পিরিট কিনে খেয়ে তিন জন মারা গেছে বলে শুনেছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]