04/20/2025 রাজশাহীতে বাজিতে হেরে যুবকের আত্মহত্যা
রাজ টাইমস
৫ মার্চ ২০২৩ ০৫:২৩
রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে গিয়ে রাজিব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত রাজিব ওই এলাকার মৃত কুদ্দুসের ছেলে। পেশায় তিনি সেলুন ব্যবসায়ী। আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি ৩.৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজিবের সেলুনে তার মা বাজারের টাকা চাইতে যায়। রাজিব তার মাকে বলেন, বর্তমানে আমার কাছে কোনো টাকা নাই। পরে টাকা দেয়ার কথা বলে রাজিব। এসময় রাজিবের মা চুনি বেগম রাজিবকে বলেন, সারাদিন আইপিএল জুয়ায় বাজি খেল্লে টাকা থাকবে কি করে। এ কথা বলা মাত্রই রাজিব তার হাতে থাকা মোবাইল আছাড় দিয়ে ভেঙ্গে ফেলে। পরে তার সয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা হয়।