13383

04/21/2025  গৃহশিক্ষকের পিটিয়ে পা ভেঙে দিলেন অভিভাবক!

 গৃহশিক্ষকের পিটিয়ে পা ভেঙে দিলেন অভিভাবক!

বাঘা প্রতিনিধি

৫ মার্চ ২০২৩ ১০:৫৩

প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় গৃহশিক্ষককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। রাজশাহীর বাঘায় এই ঘটনায় গ্রেফতার ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করেন পুলিশ।

জানা যায়, উপজেলার আলাইপুর গ্রামের তিন ছাত্রীকে গত ৪ বছর ধরে প্রাইভেট পড়ান একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম। এরমধ্যে দুই ছাত্রীর ৪ মাসের বেতন বকেয়া হয়। এই টাকা চাইতে গেলে গৃহশিক্ষককের সঙ্গে ছাত্রীর অভিভাবকদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তারা হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে গৃহশিক্ষককে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে।

এই ঘটনায় গৃহশিক্ষকের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় বৃহস্পতিবার রাতে মৃত ইয়ানছ আলীর ছেলে ইমরান আলী, বাবুল ইসলাম, সাবুল ইসলাম ও মৃত খলিল উদ্দীনের ছেলে আমিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

গৃহশিক্ষকের পিতা নজরুল ইসলাম বলেন, আমি গরিব মানুষ। ছেলে প্রাইভেট পড়িয়ে নিজে লেখাপড়া খরচ জোগাড় করে। ১৫ ফেব্রুয়ারি প্রাইভেট পড়ানো টাকা চাইতে গেলে মারপিট করে। আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে ১৫ দিন চিকিৎসা শেষে শুক্রবার বাড়িতে এনেছি। ছেলের অবস্থা খুব ভালো না।

এ মামলার তদন্ত অফিসার বাঘা থানার এসআই প্রজ্ঞাময় মণ্ডল বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]