13417

09/11/2025 রোজায় ১০০ টাকায় খেজুর, ৫০ টাকায় ছোলা দেবে টিসিবি

রোজায় ১০০ টাকায় খেজুর, ৫০ টাকায় ছোলা দেবে টিসিবি

রাজ টাইমস ডেস্ক :

৯ মার্চ ২০২৩ ০৬:৫০

আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে পারে রোজা। এর আগে ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রোজায় প্রতি কেজি ১০০ টাকায় খেজুর দেওয়া হবে ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীদের। এছাড়া সারা দেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারীকে ৫০ টাকা কেজিতে ছোলা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করা হবে। প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে।

ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]