1343

04/16/2025 পবায় জেলে ও বন্যার্তরা পেল চাল

পবায় জেলে ও বন্যার্তরা পেল চাল

রাজটাইমস ডেস্ক

১৫ অক্টোবর ২০২০ ০০:৪৩

রাজশাহীর পবা উপজেলায় জেলে ও বন্যার্তদের মাঝে চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান।

ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

বিতরন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর ইউপির সদস্য ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, ইউপি’র সদস্য মাহফুজুর রহমান, আকবর আলী, শামীম শেখ, সেলিম রেজাসহ ইউপির সদস্যবৃন্দ।

নদীতে ইলিশ ধরা বন্ধ থাকায় ২২ দিনব্যাপি মা ইলিশ না ধরার জন্য ইউনিয়নের ৩২০ জন জেলের প্রত্যেকে ২০ কেজি করে ও বন্যার্তদের মাঝে ২শ’ জনের মাঝে প্রত্যেককে ১০ করে চাল বিতরণ করা হয়।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]