13467

03/29/2024 ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ২ মাস বাড়িয়েছে রাশিয়া

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ২ মাস বাড়িয়েছে রাশিয়া

রাজটাইমস ডেস্ক

১৪ মার্চ ২০২৩ ১৫:৩৮

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে রাশিয়া।

এ চুক্তির মধ্যস্থতাকারী জাতিসংঘ ও তুরস্ক এ মেয়াদ কমপক্ষে আরও ৪ মাস বাড়ানোর প্রস্তাব করলেও রাশিয়া মাত্র ২ মাস সময় বাড়িয়েছে। খবর আনাদোলুর।

ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী অলেক্সেন্ডার কুবরাকোভ সোমবার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে তৃতীয় দফা সময় বাড়ালো রাশিযা।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়।

এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ৬০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]