13499

12/22/2025 গোদাগাড়ীতে ৭৫ লাখ টাকার হেরোইন উদ্ধার

গোদাগাড়ীতে ৭৫ লাখ টাকার হেরোইন উদ্ধার

রাজ টাইমস

১৯ মার্চ ২০২৩ ২৩:৫৮

রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার গভীর রাতে গোদাগাড়ীর কোকরাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় মুরগির ঘর থেকে সাতশ ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ীর নাম ওয়াসিকুল রহমান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মোস্তফার থেকে। ওয়াসিকুল রহমান বর্তমান গোদাগাড়ীর মেডিকেল মোড় কোকরা পাড়া এলাকায় বসবাস করেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেডিকেল মোড় কোকরাপাড়া এলাকায় একটি বাড়িতে অবৈধ মাদক রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ২ টার দিকে ওয়াসিকুলের বসতবাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১ তলা নির্মাণাধীন বাড়ির সিড়ির নিচে থাকা মুরগীর ঘরের ভিতর থেকে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে হেরোইন বিক্রির জন্য তিনি মজুদ রেখেছিল। পরে তাকেগোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]