13508

04/26/2024 আগামী ২১ মে থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে

আগামী ২১ মে থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে

রাজ টাইমস ডেস্ক :

২০ মার্চ ২০২৩ ১৫:৩২

বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানিয়েছেন, হজের যে বিমান ভাড়া ধরা হয়েছে এটা একদম সর্বনিম্ন ও সর্বশেষ। আমরা যতটুকু সম্ভব তত কমিয়েছি। এর চেয়ে কম আর করা যায় না। আগামী ২১ মে থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে।

রোববার (১৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মূল কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শফিউল আজিম বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।

তিনি বলেন, চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে। প্রাক হজ ফ্লাইটে মোট ১৬০ ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬, ঢাকা-মদিনা রুটে ২০, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪, চট্টগ্রাম-মদিনা রুটে ছয়, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]