1354

09/22/2024 পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: কবর থেকে তোলা হল মরদেহ

পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: কবর থেকে তোলা হল মরদেহ

রাজটাইমস ডেস্ক

১৫ অক্টোবর ২০২০ ১৮:৪২

সিলেটে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলায় কবর থেকে তোলা হল নিহত রায়হান উদ্দীনের লাশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মামলার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আখালিয়াস্থ এলাকার নবাবি মসজিদের পঞ্চায়েতের গোরস্তান থেকে কবর খোঁড়া শুরু করে।

মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

এই সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। পাশপাশি, পিবিআই তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মখলেছুর রহমান কামরানও উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেনের আবেদনের প্রেক্ষিতে রায়হান আহমদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেন জেলা প্রশাসক।

বর্তমানে মামলাটি পিবিআই এর তদন্তাধীন রয়েছে।

এর আগে পিবিআই বরাবর মামলার নথি হস্তান্তর করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

উল্লেখ্য, গত (১০ অক্টোবর) সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে মারা যান রায়হান উদ্দিন নামের এক যুবক। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]