1355

04/10/2025 টাঙ্গাইলে পাঁচ ধর্ষকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে পাঁচ ধর্ষকের মৃত্যুদণ্ড

রাজটাইমস ডেস্ক

১৫ অক্টোবর ২০২০ ১৯:৩১

টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডের রায় দেয়া হল পাঁচ ধর্ষকের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূঞাপুর উপজেলায় অপহরণের পর গণধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এই রায় প্রদান করেন। এই সময় দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

যেসব আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সঞ্জিত এবং গোপি চন্দ্র শীল। রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপী চন্দ্র শীল উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০১২ সালের জানুয়ারিতে ভূঞাপুরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।

প্রসঙ্গত, দেশজুড়ে ধর্ষণবিরোধী আন্দোলনের মুখে গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধন করে অধ্যাদেশ আকারে জারির জন্য এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এরপর মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাক্ষর শেষে অধ্যাদেশ জারি হয়। খবর-যুগান্তর

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]