04/04/2025 পুঠিয়ায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজটাইমস ডেস্ক
১৫ অক্টোবর ২০২০ ২১:১৯
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার রাজবাড়ী এলাকায় শ্যামসাগর নামের পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত মরদেহটি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মোঃ শরিফ প্ররামানিকের ছেলে সুজন আলীর (৩২) বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) থেকে সুজন আলী নিখোঁজ হলে বৃহস্পতিবার সকালে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী এলাকায় শ্যামসাগরের দক্ষিণ পার্শ্বে মিলনের চায়ের দোকানের পার্শ্বে পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাথে সাথে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পুঠিয়া থানার ওসি হাসমত আলী। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ও জানান তিনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।