13584

04/25/2024 বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

রাজটাইমস ডেস্ক

২৬ মার্চ ২০২৩ ২১:৫১

আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার (২৬ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিকলিতে সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চাঁদপুরে ১১, শ্রীমঙ্গলে ৯, কুমারখালী ৩, ঢাকা ২ ও ভোলায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকায় আজ দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ী দমকা হাওয়া আকারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঢাকায় আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]