1359

05/18/2024 বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা

১৬ অক্টোবর ২০২০ ০০:০৭

'উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় বৃহস্পতিবার হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০- উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত বাগমারার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ রজিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা আতিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহমুদুর হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবস ও স্যানিটেশ মাস অক্টোবর উপলক্ষ্যে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন। বিশেষ করে করোনা ভাইরাসের কারণে জন সচেতনতার কোন বিকল্প নেই।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে হাত ধোয়া দিবসের উদ্বোন করা হয়।

কাফি/০২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]