13594

04/19/2025 রাজশাহীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৩ ০০:১৩

রাজশাহীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিনিটি প্রষ্ঠিানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উমরপুর বাজারে একটি দোকানে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা , ভূগরইল বাজারে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা এবং রাজশাহী সাহেব বাজারে আমজাদ স্টোরে ভারতীয় পণ্যর আমদানি কারক প্রতিষ্ঠানের সীল ও মোড়ক না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]