13597

04/20/2025 আরএমপির অভিযুক্ত এসআই প্রত্যাহার

আরএমপির অভিযুক্ত এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ ২০২৩ ২৩:১৭

রাজশাহীতে নিজ থানা এলাকার বাইরে তর্কে জড়ানোর কারণে শহিদুল্লা কায়সার নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। শহিদুল্লা কায়সার নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

অপর দিকে ওই পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরের চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার মো. লাদেন (২২) ও দাশপুকুর এলাকার ইমরান হোসেন (২৪)। জানা গেছে, উপপরিদর্শক শহিদুল্লা কায়সার গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে দায়িত্ব শেষ করে নগরের কাজিহাটা এলাকায় যান। সেখান থেকে কোর্ট স্টেশন হয়ে নগরীর বহরমপুর এলাকা হয়ে শিরোইল পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। নগরীর ডিঙ্গাডোবা এলাকায় মারামারির ঘটনা দেখে তিনি সেখানে গিয়ে তর্কে জড়ান। সেখানে সন্দেহভাজন কয়েকজন ছিনতাইকারীকে মারধর করছিলেন এলাকার বাসিন্দারা। ওই পুলিশ কর্মকর্তা তাঁদের (ছিনতাইকারী) ছেড়ে দিতে বলেন। এ সময় ছিনতাইকারীর পক্ষ নেওয়ায় ওই পুলিশ কর্মকর্তাকেও মারধর করেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশের একটি টহল দল। নিজ এলাকার বাইরে গিয়ে তর্কে জড়ানোর কারণে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]